
রাইজিংসিলেট- ইনস্টাগ্রাম লাইভে নতুন নিয়ম: ছোট অ্যাকাউন্টগুলোর জন্য বাধা। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য লাইভ ফিচারটি আগের মতো সহজলভ্য থাকছে না। নতুন নীতিমালায় বলা হয়েছে, এখন থেকে লাইভে যেতে হলে অ্যাকাউন্টে অন্তত ১ হাজার ফলোয়ার থাকতে হবে এবং সেটি ‘পাবলিক’ হতে হবে। এর ফলে প্রাইভেট প্রোফাইল বা কম ফলোয়ার সংখ্যা থাকলে, সেই ব্যবহারকারী আর লাইভে যেতে পারবেন না।
আগে ইনস্টাগ্রামের লাইভ ফিচারটি ছিল সকলের জন্য উন্মুক্ত। ফলোয়ারের সংখ্যা কিংবা অ্যাকাউন্ট সেটিংস—কোনো কিছুতেই সীমাবদ্ধতা ছিল না। তাই যে কেউ নিজের মতামত বা কাজ সরাসরি দর্শকদের সামনে উপস্থাপন করতে পারতেন। অনেক সাধারণ ব্যবহারকারী বন্ধুদের সঙ্গে কথোপকথনের উদ্দেশ্যেও লাইভে যেতেন। নতুন এই নিয়মে সেই সুযোগ সীমিত হয়ে গেল।
যাদের ফলোয়ার সংখ্যা ১ হাজারের কম এবং প্রোফাইল প্রাইভেট, তারা এখন লাইভে যেতে চাইলে একটি বার্তা দেখতে পাবেন। বার্তায় জানিয়ে দেওয়া হবে, “লাইভ ফিচারের নিয়ম পরিবর্তন হয়েছে—শুধু পাবলিক এবং কমপক্ষে ১ হাজার ফলোয়ার রয়েছে এমন ব্যবহারকারীরা লাইভ করতে পারবেন।”
এই পরিবর্তনে অনেক ছোট কনটেন্ট নির্মাতা হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, এটি তাদের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে। কেউ কেউ বলছেন, এটি টিকটকের নিয়মের সঙ্গে মিল রয়েছে, যেখানে লাইভ করতে হলেও ১ হাজার ফলোয়ার থাকতে হয়। অন্যদিকে, ইউটিউব এখনো তুলনামূলক সহজ শর্তে লাইভের সুযোগ দেয়—মাত্র ৫০ সাবস্ক্রাইবার হলেই যথেষ্ট।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ সরাসরি কোনো ব্যাখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্ল্যাটফর্মের মান উন্নয়ন ও পরিচালনা ব্যয় কমানোর লক্ষ্যে। কম দর্শকের লাইভ হোস্ট করা খরচসাপেক্ষ, তাই এ ধরণের পদক্ষেপ নেওয়া হতে পারে।
সব মিলিয়ে, ইনস্টাগ্রামের এই নতুন নিয়মে প্ল্যাটফর্মে লাইভের মান হয়তো বাড়বে, তবে ছোট ব্যবহারকারীদের জন্য এটি একটি বড় সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে।