
রাইজিংসিলেট- সিলেটসহ পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। সিলেটসহ দেশের উত্তরাঞ্চলের পাঁচটি বিভাগে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৩ আগস্ট) দুপুরে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে প্রতিদিন ৪৪ থেকে ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
সিলেট অঞ্চলে গত তিন দিন ধরেই মাঝে মাঝে মাঝারি বৃষ্টি হচ্ছে। যদিও শুরুতে অতিভারী বর্ষণের পূর্বাভাস থাকলেও, বাস্তবে এখন পর্যন্ত বড় ধরনের বৃষ্টিপাত হয়নি। তবে শুক্রবার থেকে বৃষ্টিপাত কিছুটা বেড়েছে এবং রবিবার বিকেল পর্যন্ত কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টি হয়েছে।
এদিকে ভারতের মেঘালয় ও আসামের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টির কারণে সিলেটের প্রধান দুই নদী—সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়ার এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।