
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে’– অন্তর্র্বতী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যকে শিশুসুলভ বলে মন্তব্য করেছেন ।
সরকারে থেকে এমন ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে কোনো হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্ত্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এ ধরনের শিশুসুলভ বক্তব্য কোনো দায়িত্বশীল জায়গা থেকে আশা করা যায় না।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের প্রচেষ্টা। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অবাধ সুষ্ঠু নির্বাচন এখন সরকারের মৌলিক দায়িত্ব।
ফ্যাসিবাদ নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে দ্রুত একটি নির্বাচিত সরকারের দাবি জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
সোমবার (৪ আগস্ট) এক-এগারো নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
সন্ধ্যা ৭টার কিছু পরে এক-এগারো সংক্রান্ত ওই পোস্ট করেছিলেন তিনি। পোস্টটিতে মাহফুজ লিখেছিলেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।