ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জুলাই যো দ্ধা লা ঞ্ছি ত: ভিডিও ভাইরাল, নিন্দার ঝড়

rising sylhet
rising sylhet
আগস্ট ৫, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট নগরীর লামাপাড়া এলাকার বাসিন্দা এবং ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত সেলিম আহমদ লাঞ্ছনার শিকার হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে।

সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে “জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও যোদ্ধাদের” নিয়ে আয়োজিত এক সম্মেলনে ঘটনাটি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারসহ প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বক্তৃতার সময় এক জুলাই যোদ্ধা পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন। তখন সেলিম আহমদ প্রশ্ন তোলেন—কেন শুধু একজনের সঙ্গেই সমস্যা হচ্ছে, অন্যদের কেন নয়? এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন অংশগ্রহণকারী মিলে তাকে মারধর করে টেনে-হিঁচড়ে হলরুম থেকে বের করে দেন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি সেলিম আহমদকে ধাক্কা দিয়ে সভাস্থল থেকে বের করে দিচ্ছেন। ওই সময় সেলিম নিজেকে “জুলাই যোদ্ধা” হিসেবে পরিচয় দিলেও কেউ কর্ণপাত করেননি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো হস্তক্ষেপ করেননি, যা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে।

সেলিম আহমদ গণমাধ্যমকে বলেন, “একজন শহীদের ভাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলে আমি বলি, কেন শুধু তার সাথেই সমস্যা হচ্ছে, অন্যদের নয়। তখন তারা ক্ষুব্ধ হয়ে আমার ওপর চড়াও হয়।”

জানা গেছে, সেলিম আহমদ একজন ইলেকট্রিক কাজের ঠিকাদার হিসেবে পেশাগতভাবে যুক্ত এবং ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।