ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ছাত্রলীগের হা ম লা; আ হ ত ১৪

rising sylhet
rising sylhet
আগস্ট ৬, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ads

আইনুল হক, সিকৃবি প্রতিনিধি :সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থান স্মরনে আয়োজিত জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টে হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র এই হামলা চালায় বলে দাবি শিক্ষার্থীদের।

আজ বুধবার (৬ আগস্ট) বিকাল ছয়টার দিকে সিলেটের বালুচর নয়াবাজার এলাকার কিংস ফুটসাল মাঠে এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরনে আমাদের কলেজের শিক্ষার্থীরা জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করে। আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের এক পর্যায়ে সশস্ত্র ছাত্রলীগের একঝাঁক টোকাই জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে বিশ এর অধিক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

শিক্ষার্থীরা বলেন, আমরা হামলাকারীদের মধ্যে একজনকে আটক করতে পেরেছি । মূলত জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন করায় সহ্য করতে না পেরে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে জানায় সে । স্থানীয় ছাত্রলীগের মামুন, আবির, রায়হান, বিপ্লব সহ বেশ কয়েকজন এই হামলার সাথে জড়িত বলে জানতে পেরেছি। অতিদ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

 

 

এ বিষয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বলেন, গতকাল ৫ই আগষ্ট সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ‘জুলাই গনঅভ্যুত্থান স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট’ শুরু হয়। আজ ৬ই আগস্টে টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রদের উপর হামলা করে। এই ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জেনেছি। বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে শাহপরান থানার ওসি এবং ডিসি মহোদয়কে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।