ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত এলাকা থেকে রাতের আঁধারে বালু উত্তোলন ভিডিও সহ

rising sylhet
rising sylhet
আগস্ট ৬, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ads

গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত এলাকা থেকে রাতের আঁধারে বালু উত্তোলন।

গোয়াইনঘাট উপজেলার মনাইকান্দি হাজীর ঘাট এলাকা থেকে রাতের অন্ধকারে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল প্রশাসন ও স্থানীয় কিছু ব্যক্তিকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

বালু তোলার ফলে পরিবেশ ও নদীর তীরবর্তী এলাকায় মারাত্মক ভাঙন দেখা দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে কৃষি জমি ও ঘরবাড়ি হুমকির মুখে পড়ছে।

নিয়মবহির্ভূত এই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন সচেতন মহল।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার বিট অফিসার তরিকুল ইসলাম বলেন, তার জানা মতে ওই এলাকায় বালু উত্তোলনের কোনো ঘটনা ঘটেনি। তিনি জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে বালু উত্তোলন চলছে —এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এখনই বিষয়টি যাচাই করে দেখছি।

 

ভিডিও লিংক —- গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত এলাকা মনাইকান্দি হাজীর ঘাট থেকে রাতের আঁধারে বালু উত্তোলন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।