
রাইজিংসিলেট- টানা ৫ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, সতর্ক থাকুন যেসব অঞ্চলে। শ্রাবণের শেষেও থামছে না বর্ষার দাপট। দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতের মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী ৫ দিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে ঢাকাসহ কয়েকটি বিভাগে অতি ভারি বর্ষণের শঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে সর্বোচ্চ ২০৮ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়াও কিশোরগঞ্জের নিকলিতে ১২৭, চট্টগ্রামের আমবাগানে ৭৪, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ৫৫, কক্সবাজারে ৪১ ও রাঙামাটিতে ৩৪ মি.মি. বৃষ্টি হয়েছে।
যেসব জেলায় ঝড়ের আশঙ্কা:
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
দিনভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস:
৮ আগস্ট (শুক্রবার):
রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু এলাকায় অতি ভারি বর্ষণ সম্ভাবনা। রাতের তাপমাত্রা কমবে, দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে।
৯ আগস্ট (শনিবার):
প্রায় একই পরিস্থিতি অব্যাহত থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত, দিনের তাপমাত্রা সামান্য কমবে।
১০ আগস্ট (রোববার):
রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বেশি বৃষ্টি হতে পারে। দেশের কিছু এলাকায় মাঝারি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
১১ আগস্ট (সোমবার):
মূলত রংপুর, ময়মনসিংহ ও সিলেট এলাকায় ভারি বর্ষণের আশঙ্কা। তাপমাত্রা আরও একটু বাড়তে পারে।
১২ আগস্ট (মঙ্গলবার):
উত্তরাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।