
রাইজিংসিলেট- সিলেটে বিজিবির ওপর চোরাকারবারীদের হা ম লা, আটক ১, উদ্ধার ২ কোটি টাকার গরু। সিলেটের সীমান্তবর্তী এলাকায় গরুর চালান ঠেকাতে গিয়ে চোরাকারবারীদের হামলার শিকার হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। এই ঘটনায় একজন বিজিবি সদস্য আহত হন। পরে র্যাব ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে একজন চোরাকারবারীকে আটক করা হয়। অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় গরু ও মহিষ জব্দ করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (৬ ও ৭ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে সিলেট সীমান্তের বাংলাবাজার, লাফার্জ ও উৎমা এলাকার বিওপি (বর্ডার আউটপোস্ট) ঘিরে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা দুটি ভাগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ আটক করে। এ সময় চোরাকারবারীদের একটি সংঘবদ্ধ দল বিজিবির টহল দলের ওপর হঠাৎ করে আক্রমণ চালায়। এতে একজন সদস্য আহত হন। পরে যৌথভাবে র্যাব, পুলিশ ও বিজিবি অভিযানে অংশ নিয়ে একজন চোরাকারবারীকে গ্রেফতার করে।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও জানান, নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি সাঁড়াশি অভিযানের মাধ্যমে সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।