ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সিলেটে বিজিবির ওপর চোরাকারবারীদের হা ম লা, আটক ১, উদ্ধার ২ কোটি টাকার গরু

rising sylhet
rising sylhet
আগস্ট ৭, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটে বিজিবির ওপর চোরাকারবারীদের হা ম লা, আটক ১, উদ্ধার ২ কোটি টাকার গরু। সিলেটের সীমান্তবর্তী এলাকায় গরুর চালান ঠেকাতে গিয়ে চোরাকারবারীদের হামলার শিকার হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। এই ঘটনায় একজন বিজিবি সদস্য আহত হন। পরে র‍্যাব ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে একজন চোরাকারবারীকে আটক করা হয়। অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় গরু ও মহিষ জব্দ করা হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (৬ ও ৭ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে সিলেট সীমান্তের বাংলাবাজার, লাফার্জ ও উৎমা এলাকার বিওপি (বর্ডার আউটপোস্ট) ঘিরে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা দুটি ভাগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ আটক করে। এ সময় চোরাকারবারীদের একটি সংঘবদ্ধ দল বিজিবির টহল দলের ওপর হঠাৎ করে আক্রমণ চালায়। এতে একজন সদস্য আহত হন। পরে যৌথভাবে র‍্যাব, পুলিশ ও বিজিবি অভিযানে অংশ নিয়ে একজন চোরাকারবারীকে গ্রেফতার করে।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও জানান, নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি সাঁড়াশি অভিযানের মাধ্যমে সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।