
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ারের ওপর হামলার ঘটনায় সিলেট সিটি প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
গাজীপুরের চান্দীনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যার নৃশংস ঘটনায় এবং সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি বাবর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগর বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে দেশে কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক দল নেই—তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য অত্যন্ত অশুভ। তাই সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।