
রাইজিংসিলেট- কালনী এক্সপ্রেসে বিপুল বিদেশি সিগারেট জব্দ, একজন আটক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালনী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে গোয়েন্দা পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাতে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তির নাম স্বদেশ সাহা (৪৮)। তিনি নরসিংদী সদর উপজেলার পশ্চিম দত্তপাড়া এলাকার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সিলেট রেলওয়ে গোয়েন্দা শাখার এসআই মো. আবু কাউছারের নেতৃত্বে আখাউড়া রেলওয়ে স্টেশনে কালনী এক্সপ্রেসের খাবার কোচে অভিযান চালানো হয়। সেখানে ৭টি বড় কার্টুনের ভেতর থেকে ১৪৫ কার্টুন Oris, ১১৮ কার্টুন Mond ও ৪৮ কার্টুন Patron ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা বলে জানায় পুলিশ। এ ঘটনায় স্বদেশ সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।