
বিভিন্ন জেলা থেকে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কার্যালয় নতুন যোগদান করেছেন ১৩ জন পুলিশ সদস্য।
নতুন সদস্যদের হাইওয়ে পুলিশের কার্যক্রমের উপর রবিবার সকাল ৯ টায় সামগ্রিক দিক নির্দেশনা দেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।
তিনি হাইওয়ে সিলেট রিজিয়নের সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘হাইওয়ে একটি বিরতিহীন ও স্পর্শকাতর কর্ম এলাকা। এখানে অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। হাইওয়েতে এমন কোনো কাজ করবেন না যা আমাদেরকে বিব্রত করে।’
ব্রিফিং কার্যক্রম শেষে অন্যত্র বদলি হওয়া পুলিশ পরিদর্শক এ টি এম মাহমুদুল হক ও পদোন্নতি প্রাপ্ত নায়েক মো. মহিউদ্দিনকে বিদায় ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।
এছাড়া তিনি থানার কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে ওসি শেরপুর এবং ওসি সাতগাঁও কে দুটি নতুন মোবাইল ফোন প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।