
রাইজিংসিলেট- ঘুমধুম সীমান্তে গো লা গু লি র শব্দ, আ ত ঙ্কে স্থানীয়রা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মাঝামাঝি এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে বাংলাদেশ অংশে কোনো হতাহতের খবর নেই। ধারণা করা হচ্ছে, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে।
এর আগেও ওই এলাকায় গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।