ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মোস্তফাকে গণ ধো লা ই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা

rising sylhet
rising sylhet
আগস্ট ১১, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

মুন্সীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়ল ওরফে গামছা মোস্তফাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। রোববার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের হরিনগর বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রাতে হরিনগর বাজারের একটি চায়ের দোকানে আসেন মোস্তফা। তাকে দেখে এলাকাবাসীর মধ্যে খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলে এবং চিহ্নিত করার পর গণধোলাই দেয়। পরে পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (১১ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, ‘রাত প্রায় ৯টায় স্থানীয়রা মোস্তফাকে আটক করে খবর দেন। পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

হরিনগরের ব্যবসায়ীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় গামছা মোস্তফা বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, হয়রানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অসীম মৃধার লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।