
রাইজিংসিলেট- চোখের চিকিৎসার জন্য স্ত্রীসহ ব্যাংকক গেছেন মির্জা ফখরুল। চোখের সমস্যার চিকিৎসা নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি ও তার স্ত্রী।
বিষয়টি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ মে ব্যাংককের একটি বিশেষায়িত চক্ষু হাসপাতাল রুটনিন আই-এ মির্জা ফখরুলের চোখে অস্ত্রোপচার করা হয়। ওই সময় চিকিৎসকদের পরামর্শে তাকে কয়েকদিন সেখানেই থাকতে হয়েছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।