ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিপিএলে ব্যস্ত সময় পার করছেন সাকিব

rising sylhet
rising sylhet
আগস্ট ১৭, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ads

সিপিএলে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে আলো ছড়াতে না পারলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস। এর মধ্যেই সিপিএলে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নিজের সিপিএল ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, এখানে এই নিয়ে পঞ্চম বা ষষ্ঠ মৌসুম খেলতে এলাম। প্রতিবারই এখানে আসাটা উপভোগ করি। (প্রায় প্রতিবারই) নতুন দল, নতুন অভিজ্ঞতা)। আমি ভীষণ এক্সাইটেড।

রোববার (১৭ আগস্ট) বার্বাডোস রয়েলের বিপক্ষে মাঠে নেমেছিল অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস। এর আগে ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন সাকিব।

অ্যান্টিগা দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সাকিব। দলের তরুণদের নিয়ে সাকিব বলেন, এখনকার বাচ্চারা অনেক অভিজ্ঞ৷ ওরা খেলায় নতুন কিন্তু আমার ধারণা ওরা এই ফরম্যাটের খেলা এত পরিমাণে দেখেছে যে নিজেদের কর্তব্য সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে ওদের। তবে অবশ্যই আমার নেতৃত্ব দিয়ে যদি দলের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, আমি অবশ্যই সেটা চেষ্টা করব৷

প্রথম ম্যাচে বাজেভাবে হারের কারণ নিয়ে এই অলরাউন্ডার বলেন, একটু এদিক সেদিক করে, কয়েকটা ভালো শট খেলতে পারলে ১৬০ রান করার একটা ভালো সুযোগ ছিল আমাদের, যেটা একটা লড়াইয়ের ভালো সুযোগ তৈরি করে দিত। সেটাই এখন ঠিক করতে হবে।

নিজের দলকে নিয়ে সাকিব বলেন, আমরা শুরুটা তেমন ভালো করতে পারিনি। তবে খুব একটা পিছিয়ে পড়িনি তাতে। এটা একটা লম্বা টুর্নামেন্ট। আশা করি এটা আমার সেরা মৌসুম হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।