ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল

rising sylhet
rising sylhet
আগস্ট ১৭, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। এমনটাই জানিয়েছেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই সাথে, সিইসিও জানিয়েছেন যে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনের প্রায় দুই মাস আগে, অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

এমন পরিস্থিতিতে, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন সূচি সম্পর্কে জানতে বিএনপির প্রতিনিধি দলটি ইসি ভবনে আসে। বৈঠকের আগে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম খান বলেন, তারা নির্বাচন কমিশনের অগ্রগতির বিষয়গুলো জানার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, আমরা সিইসির কাছে সময় চেয়েছিলাম। তিনি সময় দিয়েছেন।

অতীতের এসব বৈঠকে প্রায়শই বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবি ও সুপারিশ পেশ করেছে এবং নির্বাচন কমিশন সেগুলোর বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এই বৈঠকটি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চলমান আলোচনার একটি অংশ।

নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বিভিন্ন নির্বাচনের আগে বিএনপি সহ অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছে। এসব বৈঠকে সাধারণত নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।