ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ভাবির সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রীর রহস্যজনক মৃ ত্যু, স্বজনদের অভিযোগ হ ত্যা

rising sylhet
rising sylhet
আগস্ট ১৮, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পূর্ব সুন্দরপুর গ্রামে রিমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তার স্বামী মুজিবুর রহমান পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে।

জানা গেছে, রোববার (১৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত রিমার স্বামী মুজিবুর রহমান প্রায় এক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন। দেশে আসার পর থেকেই স্ত্রীর সঙ্গে কলহ শুরু হয়। শনিবার রাতে তার ভাবির সঙ্গে পরকীয়ার অভিযোগে গ্রামে সালিশ বসে। বিষয়টি প্রকাশ্যে আসায় মুজিবুর অপমানবোধ করেন।

রিমার চাচা কাউছার মিয়া অভিযোগ করে বলেন, “রিমাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।”

নিহতের মা সুফিয়া বেগম বলেন, “মুজিবুরের ভাবির সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল। এই নিয়ে আমার মেয়েকে দীর্ঘদিন মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো।”

স্থানীয়রা জানান, ঘটনার পর মুজিবুর রহমান, তার বাবা রজব আলী, মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যান। তবে এলাকাবাসী অভিযুক্ত ভাবিসহ দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

চুনারুঘাট থানার এসআই জিকরুল ইসলামের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

থানার ওসি নুর আলম বলেন, “প্রাথমিকভাবে একটি মৃত্যুর ঘটনা হিসেবে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, তিন বছর আগে রিমার বিয়ে হয় মুজিবুর রহমানের সঙ্গে। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।