
রাইজিংসিলেট- আগস্টের প্রথমার্ধে রেমিট্যান্স এসেছে ১৫ হাজার কোটি টাকার বেশি। ২০২৫ সালের আগস্ট মাসের প্রথম ১৬ দিনে প্রবাসীরা বাংলাদেশে প্রায় ১২৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা টাকায় প্রায় ১৫ হাজার ৪২০ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
ব্যাংক কর্মকর্তাদের মতে, বৈধ চ্যানেল ব্যবহার করে পাঠানো এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে। সরকারের হুন্ডি দমন নীতি, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার আধুনিকায়নের ফলে প্রবাসী আয় বাড়ছে বলে তারা মনে করেন।
বিশ্লেষকরা ধারণা করছেন, এ প্রবণতা বজায় থাকলে আগস্ট মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
এর আগের মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ডলার, অর্থাৎ প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা।
২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় ছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। রেমিট্যান্সে এ ধরনের ইতিবাচক ধারা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এবং বৈদেশিক মুদ্রার সরবরাহে স্বস্তি এনেছে।