
রাইজিংসিলেট-সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পিঁপড়াকান্দা এলাকায় একটি নৌকা ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মৃত শিশু আইয়ান জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের বাসিন্দা মো. সামায়ূন মিয়ার ছেলে। তার পরিবারসহ ১০-১২ জন একটি নৌকায় করে নেত্রকোনার বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিল। রাত আটটার দিকে যাত্রা শুরু করার পর, পথিমধ্যে পিঁপড়াকান্দা ব্রিজ এলাকায় হঠাৎ স্রোতের তীব্রতায় নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটি ডুবে যায়।
নৌকায় থাকা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। সামায়ূন মিয়া তার সন্তান আইয়ানকে সঙ্গে নিয়ে সাঁতারে তীরে ফিরলেও, তীরে ওঠার আগেই আইয়ান অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার উপপরিদর্শক বিকাশ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।