ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

rising sylhet
rising sylhet
আগস্ট ১৯, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ads

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, আমাদের ছেলে-মেয়েদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলেই ইসলামিক সংস্কৃতি চর্চার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে তারা। শাহজালাল জামেয়ার শিক্ষার্থীরা ইসলামিক সংস্কৃতি চর্চার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠছে। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লঘ্ন থেকেই শিক্ষার্থীদের ভালো শিক্ষার মাধ্যমে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ভালো মানুষ এবং সুনাগরিক হতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে এবং তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ায়। খেলাধুলা ও সংস্কৃতিচর্চা উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি শিক্ষার্থীদের শরীর ও মনকে সতেজ রাখে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বালক শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও প্রভাষক মুহিবুর রহমান শাহীন এবং সহকারী শিক্ষক কাজী রায়হান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আব্দুস শাকুর।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল। আহবায়কের বক্তব্য রাখেন সংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক মো. আব্দুর রশিদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাদমান আহমদ। কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী ওমর ইবনে ফজল। ইসলামী সংগীত পরিবেশন করেন আব্দুল্লাহ জিহাদ সাদ। সংগীত পরিবেশন করে আব্দুল্লা আল মাহদি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ, সিনিয়র শিক্ষক আব্দুর রব, সিনিয়র শিক্ষক মুহিব আলী প্রমুখ।

এদিকে সকাল ১০টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বালিকা শাখায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা তামান্না আক্তার এবং রুবানা চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. রাশিদা আক্তার। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সাংস্কৃতিক কমিটির আহবায়ক দিলরুবা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক বাংলা শাখার ইনচার্জ জাহানারা বেগম আক্তার, বালিকা বিভাগের মাধ্যমিক শাখার ইনচার্জ মোর্শেদা আক্তার প্রমুখ।

অন্যদিকে জামেয়ার ক্যাম্পাসে ইংলিশ শাখার শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও ফারাজানা ইসলাম এবং তাজিন জাকারিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটিরস সাধারণ সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল। সাংস্কৃতিক কমিটি ইংলিশ ভার্সনের আহবায়ক ফাহিমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।