
রাইজিংসিলেট- সিলেটে ইয়াবাসহ এক যুবক আটক। সিলেটের গোয়াইনঘাট উপজেলার খাগড়া এলাকা থেকে ২৮৩৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব-৯-এর সিলেট সদর কোম্পানির একটি দল ১৯ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। জানা যায়, খাগড়া মোবাইল টাওয়ার গেইটের সামনে একজন ব্যক্তি মাদকসহ অবস্থান করছে—এমন খবরে র্যাব দ্রুত অভিযান পরিচালনা করে।
রাত প্রায় ১০টার দিকে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ৩৯ বছর বয়সী কামরুল ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভেতর লুকানো অবস্থায় কালো পলিথিনে মোড়ানো ১৫টি প্যাকেট থেকে মোট ২৮৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত কামরুল ইসলাম গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি হারিছ মিয়ার ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।