
সিলেটে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর আঞ্চলিক (জোন) পর্বে অংশগ্রহণের লক্ষ্যে জেলা বাছাই পর্বের খেলা শুরু হয়েছে। বুধবার সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শাহাজ উদ্দিন টিপু। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মইন উদ্দিন, এম এ জলিল, এডভোকেট শাহজাহান মেহদি, সুলেমান আহমেদ, সনাতন জাহিদ, আসাদুজ্জামান আহাদ, লুতফুর রহমান ও আব্দুল হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপুল রায়।
প্রতিযোগিতায় ৩২ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বিকাশ রঞ্জন দাস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।