ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কৌশলে ঘরে ঢুকে ছাত্রীকে শ্লী ল তাহানির সময় কলেজছাত্রকে গণ পি টু নি

rising sylhet
rising sylhet
আগস্ট ২১, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ads

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কৌশলে ঘরে ঢুকে ছাত্রীকে (১৭) শ্লীলতাহানির সময় আরিফুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্রকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরিফুল ইসলাম বেড়েরবাড়ী সরকারপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্সের শিক্ষার্থী।

এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে কলেজছাত্র আরিফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির ওই ছাত্রী বেড়েরবাড়ি সরকারপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসীর মেয়ে। বাড়ির বাইরে গেলেই দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করেছিলেন কলেজছাত্র আরিফুল ইসলাম। কিন্তু কলেজছাত্রের কুপ্রস্তাবে রাজি হয়নি ওই ছাত্রী।

ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আরিফুলের অভিভাবকদের কাছে অভিযোগ করা হয়। এতে ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই কলেজছাত্র। আজ সকাল সোয়া ৮টায় আরিফুল ইসলাম ওই ছাত্রীর বাড়িতে যান। এ সময় আরিফুল ইসলাম কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন। তখন ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আরিফুল ইসলামকে আটক করে গণধোলাই দেয়।

এ সময় উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরিফুল ইসলামকে থানা হেফাজতে নেয়। আহত আরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।