সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে একটি যাত্রীবাহী নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন ইসরাত (৭) এবং লিয়াকত আলী (৫০)।
জানা গেছে, কান্দাপাড়া এলাকা থেকে একটি যাত্রীবাহী নৌকা নববধূ দেখতে মহেষপুর যাচ্ছিল। পথে ধারাম হাওরে পৌঁছালে নৌকাটি প্রবল ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায়। নৌকায় থাকা সাতজনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠলেও বাকি দুইজন নিখোঁজ হন।
ধর্মপাশা থানার ওসি এনামুল হক জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ধর্মপাশা ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।