
প্রেমের সূত্র ধরে সুদূর চীন থেকে কুষ্টিয়ায় এসেছেন শি জিং ইউ নামের এক যুবক। শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।
রোববার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়ার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে পৌঁছান।
দুপুরে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে আসেন শি জিং ইউ। সেখানে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন। তার নতুন নাম রাখা হয় সোহান আহাম্মেদ।
স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, ফেসবুকে প্রথমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে প্রেমিকার টানে বাংলাদেশে ছুটে আসেন ওই চীনা যুবক।
বৃষ্টির পরিবার সূত্রে জানা গেছে, শি জিং ইউ মুসলিম রীতিতে বৃষ্টিকে বিয়ে করবেন।
কুষ্টিয়া আদালতের আইনজীবীরা জানিয়েছেন, প্রেমের টানে কুষ্টিয়ায় এসে শি জিং ইউ বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উদ্দেশ্য একটাই—খাজানগরের তরুণী বৃষ্টিকে বিয়ে করা।
এ বিষয়ে বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি না হলেও শি জিং ইউ বিষয়টি নিশ্চিত করেছেন।