
রাইজিংসিলেট- রোহিত শর্মার টেস্ট অবসর: জানালেন আসল কারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন। এরপর চলতি বছরের মে মাসে রোহিত শর্মা হঠাৎ টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান, যা নিয়ে প্রশ্ন উঠেছিল ভক্ত-সমালোচকদের মধ্যে।
অবশেষে তিন মাস পর রোহিত নিজেই জানালেন, টেস্ট ক্রিকেটের জন্য যে শারীরিক ও মানসিক প্রস্তুতির দরকার হয়, তা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তিনি বলেন, “এই ফরম্যাট খুব চ্যালেঞ্জিং। পাঁচ দিন ধরে খেলা শরীর ও মনকে নিংড়ে নেয়। প্রস্তুতি ছাড়া এখানে টিকে থাকা যায় না।”
তিনি আরও বলেন, মনসংযোগ টেস্টের সবচেয়ে বড় চাবিকাঠি। শারীরিক সক্ষমতা থাকলেও মানসিক প্রস্তুতির অভাবেই তিনি টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তিনি এখনও ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন। এশিয়া কাপ ও অস্ট্রেলিয়া সফরে তাকে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে। এমনকি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন এই ওপেনার।