
রাইজিংসিলেট- সিলেটের হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে শুরু হয়েছে বার্ষিক দুই দিনব্যাপী পবিত্র ওরস। ধর্মপ্রাণ ভক্তদের অংশগ্রহণে এ আয়োজনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে মাজার কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী।
প্রথম দিনের কর্মসূচিতে সকাল সাড়ে ১০টা থেকে কোরআন খতম ও জিকির-আজকারের মাধ্যমে ওরসের সূচনা হয়। দ্বিতীয় দিন মাজারে গিলাফ চড়ানো হবে, যা ওরসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মধ্যরাতে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠান শেষ হবে।
মাজারের খাদেম সাদিকুর রহমান জানান, ভক্তদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এর আগে, ২৬ আগস্ট সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এক সমন্বয় সভায় ওরস উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় মাজারের পরিবেশ পবিত্র রাখা, অইসলামিক কার্যকলাপ প্রতিরোধ এবং ধর্মীয় পরিবেশ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, “ওরস চলাকালে মাজারের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি থাকবে। নাচ-গান বা কোনো ধরনের অশালীন আচরণ সহ্য করা হবে না। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং ড্রোন ক্যামেরার সাহায্যে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে।”
তিনি আরও জানান, প্রশাসন, পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে, যারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।