
সিলেট নগরীর পশ্চিম কাজলশাহ বাগবাড়ী বাজারে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ইনায়া ট্রেডার্সের হামিদ ও ডিলার কামরুল বর্তমান প্যাকেজের চারটি পণ্যের মধ্যে অনিয়ম করে ক্রেতাদের হাতে পৌঁছে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
টিসিবির আগস্ট ২০২৫-এর প্যাকেজে রয়েছে চাল, সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি। নির্ধারিত মূল্যে প্রতিটি কার্ডধারী পরিবার পাচ্ছেন—
চাল: ৫ কেজি (প্রতি কেজি ৩০ টাকা)
সয়াবিন তেল: ২ লিটার (প্রতি লিটার ১০০ টাকা)
ডাল: ২ কেজি (প্রতি কেজি ৬০ টাকা)
চিনি: ১ কেজি (প্রতি কেজি ৭০ টাকা)
পুরো প্যাকেজের মূল্য ধরা হয়েছে প্রায় ৫৪০ টাকা।
কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের একটি দোকান ছাড়া বাকি দুই ডিলারের কাছে চাল পাওয়া যায়নি। এছাড়া তাদের দোকানে পণ্যের তালিকা ও মূল্যতালিকার ব্যানারও নেই। সরকারি নিয়ম অনুযায়ী ব্যানার ঝুলানোর বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না।
ভুক্তভোগী ক্রেতা মুন্না অভিযোগ করেন, “সময় মতো আমরা টিসিবির পণ্য পাই না। কখন পণ্য আসে বা কখন বিতরণ হয় সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয় না।
আরেকজন নারী ক্রেতা জানান, “ডিলার হামিদ ও কামরুলের সিন্ডিকেটের কারণে আমরা জিম্মি। প্যাকেজে চারটি পণ্য থাকলেও অনেক সময় মাত্র দুটি পণ্য দিয়ে ফিরিয়ে দিচ্ছেন।
এ বিষয়ে ডিলার কামরুলের কাছে জানতে চাইলে তিনি দোকান তালা মেরে পালিয়ে যান। পরে একটি চক্র প্রতিবেদককে আর্থিক প্রলোভন দেখানোর পাশাপাশি যুবদল নেতাদের দিয়ে সংবাদ না করার অনুরোধ জানায়।
এ প্রসঙ্গে সিলেটের টিসিবি পরিচালক জানান, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।