
ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধি:: খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির দেশে ফিরেই নিজ নির্বাচনি এলাকা ছাতক-দোয়ারাবাজারে মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছেন।
২৯ আগস্ট শুক্রবার সকালে তিনি সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করলে তাকে এয়ারপোর্টে স্বাগত জানান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান,সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন,সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান,সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন,সিলেট মহানগরী সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ,সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন,মাওলানা নূরুল ইসলাম,আখতার হুসাইন আতিক,সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ,সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম,নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন,শ্রমিক মজলিস সিলেট জেলা সভাপতি সাংবাদিক এম এ রহীম,খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হাই,সহ সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদ সহ নেতৃবৃন্দ।
যুক্তরাজ্য থেকে দেশমাতৃকার টানে প্রত্যাবর্তন করা হাফিজ মাওলানা আব্দুল কাদির বিমানবন্দরে শুভেচ্ছা বিনিময় শেষে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার)এর উদ্দেশ্যে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে রওয়ানা দেন।
পরে সুনামগঞ্জের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ পয়েন্টে অপেক্ষমাণ শত-শত দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের তাকে বরণ করেন। পরে তাদের সাথে নিয়ে ছাতকের ঐতিহ্যবাহী জাউয়াবাজারে এক পথ সভায় মিলিত হন।
খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাও: আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন খেলাফত মজলিসের ছাতক দোয়ারাবাজার সংসদীয় আসন ৫ এর সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান,জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: আক্তার হোসাইন,সমাজ কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম,
এরপর স্থানীয় ধারনবাজারে খেলাফত মজলিস উত্তরখুরমা ইউনিয়ন শাখার পক্ষ থেকে ইমাম উদ্দিন আল মামুন,মাও: বায়েজিদ ও শাকিল আহমদের নেতৃত্বে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।
এরপর তার জন্মস্থান গোবিন্দগঞ্জ পয়েন্টে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন হাফিজ মাও: আব্দুল কাদির।
এরপর মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে রওয়ানা দেন পৌরশহর ছাতকের উদ্দেশ্যে। সেখানে পৌর শাখার সভাপতি মাও: জহির আহমদের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মাও: হাফিজ সিদ্দিক আহমদের পরিচালনায় অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন হাফিজ মাও: আব্দুল কাদির। এছাড়াও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলার সহসভাপতি মাও: আতিক হোসাইন,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ,পৌর শাখার সহ সম্পাদক উমায়ুরুল ইসলাম লস্কর।
পরে দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাও: মইনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও: জাকির হোসাইনের পরিচালনায় সর্বশেষ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল কাদির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাও: আব্দুল হান্নান,
পথসভা ও মোটরসাইকেল শো-ডাউনে উপস্থিত ছিলেন, জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহসভাপতি মাও: সদরুল আমিন,সহ সম্পাদক মাও: নুরুল ইসলাম,মাও: বুরহান উদ্দিন জসিম,মাও: আক্তার হোসেন আতিক, প্রশিক্ষণ সম্পাদক মাও: ফারুক আহমদ,নির্বাহী সদস্য মাও: কামাল উদ্দিন,ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি,এনামুল হক আলী, যুব মজলিস জেলার সহসভাপতি মুফতি আব্দুর রব,সাংগঠনিক সম্পাদক হাফিজ তহুর আহমদ নোমান,সহ সাংগঠনিক সম্পাদক মাও: আব্দুল ওয়াদুদ,সহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
বিপুলসংখ্যক নেতাকর্মী আর সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনস্রোত রওনা করে শিল্পনগরী ছাতকের দিকে,বাদ আসর অনুষ্ঠিত হয় ৪র্থ ও সর্ববৃহৎ পথসভা।
দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ী কামেলা ছুটে চলে সুরমা তীর ঘেষা উপজেলা দোয়ারা বাজারে,সেখানে সর্বশেষ পথসভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
এসব পথসভায় বিভিন্ন স্পটে ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত,সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন,দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ,ছাতক পৌর সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম তাজুলের সঞ্চালনায় ছাতক-দোয়ারাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির।
এসব পথসভায় বিভিন্ন স্পটে দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান,সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন,সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন,মাওলানা আকিক হোসাইন,সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন,জেদ্দা মহানগরী সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান,সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, আখতার হুসাইন আতিক,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ,অফিস সম্পাদক মাওলানা আলী খান,ছাতক পৌর সভাপতি আলহাজ্ব মাওলানা জহির আহমদ,জেলা সহ প্রচার সম্পাদক ও ছাতক পৌর সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার,জেলা নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন,দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক,জেলা নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু সাঈদ,ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মোশাহিদ আলী, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী,সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহমান,খেলাফত মজলিস সিলেট কোতোয়ালি পশ্চিম শাখার সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা আজিজুর রহমান প্রমূখ।
সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির ভিন্ন ভিন্ন স্পটের বক্তব্যের শুরুতেই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে মুক্ত পরিসরে কথা বলতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ছাতক-দোয়ারাবাসীকে ধন্যবাদ জানান।
মাওলানা আব্দুল কাদির ছাতক-দোয়ারাবাজারের কাঙ্খিত উন্নয়ন,অন্যায় – অবিচার দূরীকরণ,দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানে সকলের সহযোগিতা চান এবং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।
সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল কাদির আরো বলেন,দক্ষ, সৎ ও খুদা ভীরু জনপ্রতিনিধি নির্বাচন ছাড়া বৈষম্যহীন সমাজ গড়া,শিক্ষা – চিকিৎসায় এগিয়ে যাওয়া এবং ধর্ম – বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
সে লক্ষ্যেই ছাতক-দোয়ারাবাজারের সার্বিক উন্নয়ন ও পরিবর্তন করতে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেওয়াল ঘড়ির পক্ষে সর্বসাধরণের সমর্থন ও ভোট চান।