ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাহপরাণ (রহ.) মাজার শরীফের উরুস মাহফিল সম্পন্ন

rising sylhet
rising sylhet
আগস্ট ৩০, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

আখেরি মোনাজাত-শিরণী বিতরণের মধ্য দিয়ে হযরত শাহপরাণ (রহ.) মাজার শরীফের বার্ষিক উরুস মাহফিল সম্পন্ন হয়েছে।

চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রতি বৎসরের ন্যায় হযরত শাহ পরান রহ: মাজার শরীফে ২৮ এবং ২৯শে আগস্ট ২ দিন ব্যাপী বাৎসরিক উরুস মাহফিল সম্পন্ন হয়।

বাৎসরিক ওরুস মাহফিলে কোরআন শরীফ তেলাওয়াত ও কোরআন খতম আদায়ের মধ্যমে মাহফিলের প্রথম দিন শুরু হয় এবং সারা দিন ব্যাপী তেলাওয়াত, জিকির-আজকার, মিলাদ মাহফিল, নফল ইবাদত বন্দেগী অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় দিনে গিলাফ ছড়ানোর মধ্যে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী কোরআন তেলাওয়াত জিকির আঁজকার, মিলাদ মাহফিল নফল ইবাদত আদায় করা হয়। রাত ১২ঘটিকায় মাজার শরীফের খাদেম সাদিকুর রহমান এর পরিচালনায় দেশ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে উরুস মাহফিলের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। আখেরি মোনাজাতের ভক্ত আশেকানের মাঝে শিরনী (তবারক) বিতরণের মাধ্যমে উরুস মাহফিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এবারের বার্ষিক ওরুস মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ ও আশেকানরা উপস্থিত হয়ে গিলাফ ছড়ানো, জিকির-আজকার, মিলাদ মাহফিল, মোনাজাত ও শিরণি বিতরণে স্থানীয় লোকজন, সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের লোকজন সবাই সার্বিক সহযোগিতায় সুন্দর সমাপ্তি হওয়ার সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহপরাণ (রহ.) মাজারের মোতাওয়াল্লী, খাদেম ও বাজার কতৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।