ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী তিনদিন দেশের উপকূলীয় অঞ্চলসহ জানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

rising sylhet
rising sylhet
আগস্ট ৩১, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

আগামী তিনদিন দেশের উপকূলীয় অঞ্চলসহ চট্টগ্রাম ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়েছে,পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র । এতে ফেনী জেলার মুহুরী নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

রোববার (৩১ আগস্ট) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে সংস্থাটির দেয়া পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে এবং উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। তবে আগামী তিনদিন (বুধবার সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে এবং উজানের অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানায়, বর্তমানে চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, সেলোনিয়া ও গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘণ্টায়ও এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে মুহুরী নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে এই সময়ে ফেনী জেলার মুহুরী নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এ ছাড়া, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) একই সময় পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচদিন পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে ব্রহ্মপুত্র-যমুনার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে, গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। তবে পদ্মার পানি সমতল স্থিতিশীল আছে। আগামী তিনদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। তবে চতুর্থ ও পঞ্চম দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের আপার-আত্রাই, আত্রাই ও পুনর্ভবা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া, আপার করতোয়া নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল আছে। আগামী তিনদিন আপার-আত্রাই ও আপার করতোয়া নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে আত্রাই নদীর পানি সমতল আগামী একদিন দিন বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে বলেও বন্যা পূর্বাভাসে জানানো হয়।

সংস্থাটি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী তিনদিন হ্রাস পেতে পারে। তবে রংপুর বিভাগের দুধকুমার ও ধরলা নদীর পানি সমতল এই সময়ে বৃদ্ধি পেয়েছে। যদিও তিস্তা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় ও তৃতীয় দিনে হ্রাস পেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।