
মা ও বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবক মো. শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন— লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)। তারা রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী ও মেয়ে।
রোববার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে শিউলি আক্তার অভিযোগ করে বলেন, আমার ভাই শাহীন ও তার স্ত্রী লাকি প্রায়ই মা ও বোনকে নির্যাতন করত। শনিবারও তাদের মারধর করা হয়। রোববার দুপুরে স্থানীয়রা মা ও বোনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে শাহীন ও তার স্ত্রীকে আটক করে।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
অভিযুক্তের চাচাতো ভাই জসিম উদ্দিন বলেন, দুপুরে শাহীন খবর দেয় তার মা ও বোন মারা গেছেন। পরে বাড়িতে গিয়ে দেখা যায়, তারা খাটে শুয়ে আছেন। কাছে গিয়ে বুঝতে পারি, দুজনকেই কুপিয়ে হত্যা করা হয়েছে।