
রাইজিংসিলেট- সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কানাইঘাট থানার মো. আব্দুল আউয়াল। সিলেট জেলার এপ্রিল থেকে জুলাই ২০২৫ মেয়াদে কর্মদক্ষতার উপর ভিত্তি করে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।
এই সময়ে তিনি মামলার তদন্ত, পরোয়ানা তামিল, সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ, অভিযোগ নিষ্পত্তিসহ প্রশাসনিক কার্যক্রমে কার্যকর ও নিষ্ঠাবান ভূমিকা রাখেন। এসব বিবেচনায় তাঁকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সম্প্রতি সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সেখানে জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম ইলিয়াস এবং সিলেট জেলার পুলিশ সুপার মুহাম্মদ মাহবুবুর রহমান ওসি আউয়ালের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে জেলার অন্যান্য বিচার বিভাগীয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ওসি আব্দুল আউয়াল কানাইঘাট থানায় দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বকালীন সময়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার, দ্রুত চার্জশিট দাখিল এবং জনগণের অভিযোগ নিষ্পত্তিতে তিনি দৃশ্যমান ভূমিকা রাখেন। মাঠপর্যায়ে পুলিশকে সক্রিয় রাখা ও জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কাজেও তিনি এগিয়ে রয়েছেন।
পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে প্রতিক্রিয়ায় ওসি আউয়াল বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, কানাইঘাট থানার সকল পুলিশ সদস্য এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সীমিত সামর্থ্য নিয়েও জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি।”