ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সরাসরি নিয়োগে বাংলাদেশ পুলিশে ৪ হাজার এএসআই, যোগ্যতা এইচএসসি

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সরাসরি নিয়োগে বাংলাদেশ পুলিশে ৪ হাজার এএসআই, যোগ্যতা এইচএসসি। বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে সরাসরি নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত চার হাজার পদের মধ্যে দুই হাজারে সরাসরি নিয়োগ দেওয়া হবে, বাকি দুই হাজার পদে কনস্টেবলদের পদোন্নতি দিয়ে নিয়োগ সম্পন্ন হবে। নতুন এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস।

সরকারি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এ পদগুলো অনুমোদনের জন্য শিগগিরই প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় তোলা হবে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যথাক্রমে জুলাই এবং আগস্ট মাসে এ প্রস্তাবে সম্মতি দিয়েছে। সচিব কমিটির অনুমোদনের পর এটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে এবং চূড়ান্ত অনুমোদন শেষে প্রজ্ঞাপন জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরপর পুলিশ সদরদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

নতুন নিয়োগ বাস্তবায়িত হলে প্রতিবছর সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১৩৫ কোটি ৭১ লাখ টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, অনলাইনে জিডি, মামলা দায়ের ও তদন্ত কার্যক্রম সহজ ও আধুনিক করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এএসআই পদে নিয়োগপ্রাপ্তরা থানার দৈনন্দিন প্রশাসনিক কাজ, আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অপারেশনাল কার্যক্রমে যুক্ত থাকবেন।

জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, যেহেতু পুলিশের অনেক কার্যক্রম এখন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে, তাই নিয়োগপ্রাপ্তদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা থাকা অপরিহার্য। এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, “অনলাইনে জিডি ও তদন্ত কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে নিয়োগপ্রাপ্তদের প্রযুক্তিগত দক্ষতা থাকা বাধ্যতামূলক। দক্ষ, যোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হলে পুলিশের কার্যক্রমে গুণগত পরিবর্তন আসবে।”

এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন জানান, “অর্থ বিভাগ চার হাজার এএসআই পদের সম্মতি দিয়েছে। সচিব কমিটির অনুমোদনের পর পরবর্তী কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নিয়োগ দেওয়া হবে।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক জানান, “প্রথমবারের মতো সরাসরি এএসআই নিয়োগের জন্য আমরা প্রস্তাব অনুমোদন দিয়েছি। এজন্য নিয়োগবিধিও সংশোধন করা হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।