
রাইজিংসিলেট- সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদ নিহত হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া এখনও আদালতে আত্মসমর্পণ করেননি। ফলে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা জোরালো হয়েছে।
১১ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরদিন সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান আকবর। পরে ১৪ আগস্ট চেম্বার জজ আদালত তার জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আদালতে হাজির হননি।
৩ সেপ্টেম্বর মামলার শুনানির তারিখ ছিল সিলেট মহানগর জজ আদালতে। সরকারি কৌঁসুলি জানান, আকবর উপস্থিত না থাকলেও মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।
এদিকে রায়হানের পরিবার এবং সংশ্লিষ্ট মহল শুরু থেকেই আশঙ্কা প্রকাশ করছিল যে জামিনের সুযোগে আকবর দেশ ত্যাগ করতে পারেন। বিষয়টি সম্প্রতি সিলেটে একটি ম্যাজিস্ট্রেট-পুলিশ কনফারেন্সেও আলোচিত হয়, যেখানে পলাতক আসামিকে দ্রুত খুঁজে বের করার তাগিদ দেয়া হয়।
এই মামলায় ২০২১ সালের ৫ মে পিবিআই অভিযোগপত্র জমা দেয়। এতে এসআই আকবরকে প্রধান আসামি করা হয়। মামলায় আরও পাঁচজন আসামি রয়েছেন—তাদের মধ্যে কয়েকজন পলাতক, কেউ জামিনে, আবার কেউ কারাগারে রয়েছেন।
আকবরের আত্মসমর্পণ না করায় এখন তাকে পলাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা।