ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আল্লাহ তাকে হেদায়েত দান করুন-মো. কবির

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেনের বিরুদ্ধে থানার ভেতরে কর্মকর্তাদের পোস্টিং বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ পণ্য পাচার এবং জাফলংয়ের পাথর সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে তিনি এ ধরনের বাণিজ্য চালাচ্ছেন।

ওসি (তদন্ত) কবির হোসেন সম্প্রতি ওসি সরকার মো. তোফায়েল আহমদের ছুটিকে কাজে লাগিয়ে ভারপ্রাপ্ত দায়িত্ব পান। এ সময় তিনি কৌশলে সীমান্তের চারটি গুরুত্বপূর্ণ বিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের অদলবদল করেন। অভিযোগ রয়েছে, এসব বিটে দায়িত্ব পেতে এসআইদের কাছ থেকে এক লাখ টাকা এবং কনস্টেবলদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে।

স্থানীয়ভাবে আরও বলা হচ্ছে, কবির হোসেন থানার সদস্যদের আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই তিনি গোয়াইনঘাট থানার পূর্ণ দায়িত্বপ্রাপ্ত ওসি হবেন। এজন্য তিনি লবিং করছেন এবং দায়িত্ব পেলে ‘বর্ডার ওপেন’ করে চোরাচালানকে আরও সহজ করবেন বলেও কথিত প্রতিশ্রুতি দিচ্ছেন।

সম্প্রতি তিনি বিছানাকান্দি ও পূর্ব জাফলং বিটে দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলদের একাধিকবার পরিবর্তন করেছেন। অভিযোগ রয়েছে, যিনি বেশি টাকা দিয়েছেন তাকেই বিছানাকান্দিতে দায়িত্ব দিয়েছেন।

জেলা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি পাথর লুটকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার মোট ১১ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। এর মধ্যে কোম্পানীগঞ্জ থানার চারজন এবং গোয়াইনঘাট থানার সাতজন কর্মকর্তা রয়েছেন।

সূত্র- দৈনিক সবুজ সিলেট / গোয়াইনঘাট থানার ওসি তদন্তের বিরুদ্ধে ‘পোস্টিং বাণিজ্যে’র অভিযোগ

এই বিষয়ে জানতে চাইলে ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, ওসির অফিসে বসে, অফিসার ইনচার্জের রুমে বসেই এই বিট বদলানো হয়েছে। উদ্দেশ্য প্রণো দিতভাবে বলা হচ্ছে যে আমি করেছি। আমার সাথে কোনো আলোচনা হয়নি।  মনগড়া খবর ছাপানো হয়েছে—এটাই আমার বক্তব্য।

তিনি আরও বলেন, আমরা নিজেরা কিছু করতে পারি না। পুলিশ সুপারের নির্দেশে এবং গোয়াইনঘাট সার্কেল অফিসারের উপস্থিতিতে অফিসার ইনচার্জের রুমে বসেই জরুরি ভিত্তিতে বিট পুনর্গঠন করা হয়েছে।

শেষে তিনি বলেন,আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আল্লাহ হাজির-নাজির আছেন। যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা লিখে, আল্লাহ যেন তাদের হাত অচল করে দেন—তখন তারা কী করবে? আল্লাহ তো মিথ্যা ও মানহানির পক্ষে নন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।