ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে এমপি মনোনয়নপ্রত্যাশী জমিয়ত নেতা নিখোঁজ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ হয়েছেন। গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত থেকে তিনি আর বাড়ি ফেরেননি বলে জানিয়েছে তার পরিবার।

জানা গেছে, জমিয়তের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি পদে দায়িত্ব পালনকারী মাওলানা মুশতাক মঙ্গলবার রাত ১০টার দিকে গাজীনগরের নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা হন। তবে তিনি আর ফিরে আসেননি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় বুধবার তার পরিবার শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, তদন্ত চলছে এবং তাকে খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ করছে।

এদিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বলেন, নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশের একাধিক টিম এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।

দলীয় নেতাকর্মী এবং স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনার কারণে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সক্রিয় রাজনৈতিক জীবনযাপনকারী মাওলানা মুশতাকের হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়াকে উদ্বেগজনক বলে মনে করছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।