ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

করুণ পরিণতি হয়েছিল অভিনেত্রী সায়েদা খানের জীবনে

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ads

করুণ পরিণতি হয়েছিল অভিনেত্রী সায়েদা খানের জীবনে, যিনি ছোটবেলা থেকেই বড় পর্দায় সাফল্যের স্বপ্ন দেখেছিলেন।

কলকাতায় জন্ম নেওয়া সায়েদা ছিলেন সিনেমার নৃত্যশিল্পী আনওয়ারি বেগমের মেয়ে। সংসারের অভাব ঘোচাতে মাত্র ১১ বছর বয়সে অভিনয়ে পা রাখেন তিনি। ১৯৬১ সালে পরিচালক এইচ এস রাওয়াইলের হাত ধরে ‘কাচ কি গাদিয়া’ সিনেমায় মনোজ কুমারের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। কিশোর কুমারের সঙ্গেও অভিনয় করেন ‘আপকা হাত জাগান্নাথ’ চলচ্চিত্রে। তবে ক্যারিয়ারের শুরুটা দাপটের হলেও ধীরে ধীরে হারিয়ে যান আলোচনার কেন্দ্র থেকে, বাঁচতে শুরু করেন ছোট ছোট চরিত্রে অভিনয়ের উপর নির্ভর করে।

এই সময়ে তার জীবনে আসেন প্রযোজক ব্রিজ সাদানাহ। বিয়ের জন্য সায়েদা ধর্ম পরিবর্তন করে নাম রাখেন সুধা সাদানাহ। কিন্তু দাম্পত্যে সুখের বদলে শুরু হয় অশান্তি। ব্রিজ সন্দেহ করতেন, বিয়ের আগেই সায়েদার একটি সন্তান জন্মেছিল, যাকে তার মা আনওয়ারি বেগম লালন-পালন করছেন। এই সন্দেহই সংসারে স্থায়ী অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।

দীর্ঘ বছরের দ্বন্দ্ব, ব্যর্থতা ও মানসিক চাপ চরমে পৌঁছায় ছেলের ২০তম জন্মদিনে। সারাদিন মদ্যপানের পর ব্রিজ হাতে তুলে নেন অস্ত্র। একে একে গুলি চালান স্ত্রী সায়েদা, কন্যা নম্রতা ও ছেলে কমলের দিকে। এরপর নিজেকেও গুলি করেন তিনি। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান কমল। পরে তিনি জানান, মা ও বোনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। তখন বুঝতেই পারিনি আমিও গুলিবিদ্ধ।

অন্যদিকে, ‘আশিকি টু’ এবং ‘মার্ডার টু’-এর চিত্রনাট্যকার শাগুফতা রফিক বেড়ে উঠেছিলেন আনওয়ারি বেগমের কাছেই। এ কারণে ব্রিজ মনে করতেন শাগুফতাই সায়েদার অস্বীকৃত কন্যা। এ নিয়েই তার ক্ষোভ আরও বাড়তে থাকে। শাগুফতা নিজেই জানিয়েছেন, অনেকেই বলত তিনি সায়েদার মতো দেখতে। সায়েদা তাকে নিজের আপনজনের মতো স্নেহ করতেন, যা শুধু বোনের জন্য অস্বাভাবিক মনে হতো।

সেদিন সায়েদা ও তার মেয়ে নম্রতাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই ভয়াবহ ঘটনার পর কমল কিছুদিন অভিনয়ে চেষ্টা করলেও শেষ পর্যন্ত বলিউড থেকে সরে দাঁড়ান।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।