
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন ।
এর আগে, এক সপ্তাহের সফরে গত শনিবার ঢাকায় আসেন পিটার হাস। সফরের পঞ্চম দিন বুধবার তিনি কক্সবাজার ও মহেশখালী যান এবং রাতে ঢাকায় ফেরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কার্যালয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। তবে বৈঠকে আলোচনার বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করেন পিটার হাস। গত বছরের ২৭ সেপ্টেম্বর দায়িত্ব শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরেন তিনি। বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালে নানা কারণে সব সময়েই আলোচনায় ছিলেন পিটার হাস।
যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পর দেশটির ফরেন সার্ভিস থেকে অবসর নেন পিটার হাস।
এরপর বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে যোগ দেন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন এই বহুজাতিক কোম্পানির বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এবং কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে।