ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সম্ভাব্য এমপি প্রার্থীর লা শ তিন দিন পর সুরমা নদী থেকে উ দ্ধা র

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ads

তিন দিন পর সুরমা নদী থেকে উদ্ধার হয়েছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর (৫২) লাশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্যবর্তী শরীফপুর এলাকার পুরোনো সুরমা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আবদুল মান্নানের ছেলে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।

লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে নদী থেকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে মুশতাক আহমদকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে জড়িতদের ফাঁসির দাবিতে শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জমিয়ত।

এতে বক্তব্য দেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রহমান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুশতাক আহমদের হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।