ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ ছাত্রলীগের শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক তুষার গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা জেলা (উত্তর) কমিটির শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক মো. তুষার আহমেদ শান্তকে (৩০) গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

গ্রেপ্তার মো. তুষার আহমেদ শান্ত উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা এলাকায় আক্তার হোসেনের ছেলে। তিনি ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিএসএস (স্নাতক) শেষ বর্ষের শিক্ষার্থী।

শনিবার (৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতা তুষার আহমেদ শান্তকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সকালে মৃত্যু হয় তার।

এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে ২০২৪ সালের ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযান চালিয়ে মো. তুষার আহমেদ শান্তকে গ্রেপ্তার করা হয়।

তথ্য বলছে, গেল এক বছরে এই মামলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের অনেকেই জামিনে রয়েছেন। তবে মামলায় এজাহারভুক্ত বেশিরভাগ আসামিই ৫ আগস্ট পরবর্তী সময়ে গা ঢাকা দিয়ে রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।