ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে অবৈধ বালু উত্তোলন: যুবদল নেতা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতকে হাদাঁ পান্ডব এলাকায় সংরক্ষিত সরকারি বনভূমি ও নওশাদের বাগানের পাশের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি লোড ড্রেজার মেশিন সংযুক্ত কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে প্রশাসন। গত ৪ সেপ্টেম্বর দুপুরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বন বিভাগ, সহকারী ভূমি কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাঁচজন ব্যক্তি প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে ছাতক বিটের বন বিট কর্মকর্তা মো. আইউব খাঁন বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নম্বর: ১১) দায়ের করেন।

মামলায় সুত্রে জানা যায়, অভিযুক্তরা পরস্পরের সঙ্গে যোগসাজশে ইজারাবহির্ভূতভাবে সরকারি বনভূমি ও নদী এলাকা থেকে বালু উত্তোলন করে পরিবেশ ও ভূ-প্রকৃতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।

মামলায় আসামি হলেন, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ী গ্রামের মৃত মশরফ আলীর ছেলে বদরুল ইসলাম (৫০), ইসলামপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৬০), ছাতক পৌরসভার তাতীকোনা গ্রামের রজাক মিয়ার ছেলে ও পৌর যুবদলের সহ-সভাপতি মো. তারেক (৪২), সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মো. সাহাব উদ্দিন (৫০) এবং তার ছেলে মো. যোবায়ের (২৫)।

এব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা পলাতক থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।