
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতকে হাদাঁ পান্ডব এলাকায় সংরক্ষিত সরকারি বনভূমি ও নওশাদের বাগানের পাশের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি লোড ড্রেজার মেশিন সংযুক্ত কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে প্রশাসন। গত ৪ সেপ্টেম্বর দুপুরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বন বিভাগ, সহকারী ভূমি কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাঁচজন ব্যক্তি প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে ছাতক বিটের বন বিট কর্মকর্তা মো. আইউব খাঁন বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নম্বর: ১১) দায়ের করেন।
মামলায় সুত্রে জানা যায়, অভিযুক্তরা পরস্পরের সঙ্গে যোগসাজশে ইজারাবহির্ভূতভাবে সরকারি বনভূমি ও নদী এলাকা থেকে বালু উত্তোলন করে পরিবেশ ও ভূ-প্রকৃতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।
মামলায় আসামি হলেন, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ী গ্রামের মৃত মশরফ আলীর ছেলে বদরুল ইসলাম (৫০), ইসলামপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৬০), ছাতক পৌরসভার তাতীকোনা গ্রামের রজাক মিয়ার ছেলে ও পৌর যুবদলের সহ-সভাপতি মো. তারেক (৪২), সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মো. সাহাব উদ্দিন (৫০) এবং তার ছেলে মো. যোবায়ের (২৫)।
এব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা পলাতক থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।