ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওন, কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

সভায় ৬ মাসের বেশি সময় ধরে মুলতবি থাকা মামলা নিষ্পত্তি, মহাসড়কে থ্রিহুইলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাসহ হাইওয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সব ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য উপস্থিত সব পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়। কোনো অবস্থায়ই মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে সব থানার অফিসার ইন চার্জদের সতর্ক করা হয়। পরিশেষে সভাপতি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

অলিপুর হাইওয়ে পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প স্থাপনে বিশেষ অবদানের জন্য শুভ রঞ্জন চাকমা, অফিসার ইনচার্জ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাকে সম্মাননা স্মারক প্রদান করেন। একই সাথে অলিপুর হাইওয়ে পুলিশে ক্যাম্পের জন্য একটি ৪২ ইঞ্চি স্মার্ট টিভি প্রদান করেন।

সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। সভাপতি সবার বক্তব্য শুনে তাদের দাবিদাওয়া তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।