ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবির এক্সেলেন্স ভবনের পেছনে গাঁজার আসর,৪ জন শিক্ষার্থীকে আ ট ক

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

শাবিপ্রবির সেন্টার অব এক্সেলেন্স ভবনের পেছনে গাঁজার আসর থেকে বহিরাগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ জন শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডির সদস্যরা।

আটককৃতদের মধ্যে ২ জন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ২০২০-২১ শিক্ষাবর্ষের (চতুর্থ বর্ষ, প্রথম সেমিস্টার) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী, ১ জন এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ১ জন শাবিপ্রবির ২০২১-২২ শিক্ষাবর্ষের (তৃতীয় বর্ষ, প্রথম সেমিস্টার) গণিত বিভাগের শিক্ষার্থী।

শনিবার (৬ই সেপ্টেম্বর) রাত ১১ টায় প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে নিয়মিত টহলের সময় সেন্টার অব এক্সেলেন্স ভবনের পেছন থেকে তাদেরকে আটক করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেছুর রহমান বলেন, ‘শাবিপ্রবির বাইরের তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। শাবিপ্রবিতে অধ্যয়নরত গণিত বিভাগের শিক্ষার্থীর ব্যাপারে প্রক্টরিয়াল বডি বিকালে মিটিং করে বিশ্ববিদ্যালয় আইনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

প্রক্টরিয়াল অফিসে জিজ্ঞাসাবাদের সময় আটক শিক্ষার্থীরা স্বীকার করেছে যে, তারা প্রায় ২ বছর ধরে গাঁজা সেবনে আসক্ত। তারা মাসে এক-দুইবার এমন আসর বসিয়ে গাঁজা সেবন করে থাকেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।