ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে অভিযান চালিয়ে ৫ মানবপাচারকারীকে গ্রে প্তা র করেছে বিজিবি

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ads

টেকনাফ সাবরাং সীমান্তে অভিযান চালিয়ে ৫ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন-আটকরা হল- টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার এখলাস মিয়ার ছেলে সৈয়দ আলম (২৯), একই এলাকার মো. ইয়াহিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২২), ইউনুস আলীর ছেলে মো. রিদুয়ান হোসেন (২০), কেফায়েত উল্লাহর ছেলে মো. নুরুল আফসার (২০) ও মৃত দিল মোহাম্মদের ছেলে মো. আব্দুল হাকিম (৪০)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছু দিন ধরে কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মায়ানমার থেকে বাংলাদেশে মানব, মাদক পাচার এবং বাংলাদেশ হতে মায়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত। যার পরিপ্রেক্ষিতে, গত ১০ সেপ্টেম্বর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে।

গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে সাবরাং সীমান্ত এলাকা থেকে একটি সংগঠিত পাচারকারী দলের ৫ সদস্যকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা করার পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

অধিনায়ক আরও জানান, চলতি বছরে এ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানগুলোতে সঙ্গবদ্ধ মানব পাচারকারী চক্রের সর্বমোট ৪৭ জনকে আটক করা হয়েছে এবং ২১ জন আসামি এখনও পলাতক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।