ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লুনার গাড়ীতে হামলা ও ভাঙচুর তিন মামলার ফেরারি আসামি গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ads

ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়ীতে হামলা ও ভাঙচুর মামলাসহ তিন মামলার ফেরারি আসামি উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশের একটি দল দাশপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কামরুল ইসলাম (৪২) উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দাশপাড়া গ্রামের ইছবর আলীর ছেলে এবং উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য।

ঘটনার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেল ৪টার দিকে বিএনপি নেত্রী তাহসিনা রুশদীর লুনা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোয়ালাবাজারে সমাবেশের প্রচারপত্র বিতরণ করতে যান। এসময় উত্তর গোয়ালাবাজারের দাশপাড়া রোডের মুখে তিনি গাড়ীতে উঠার সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালালে বিএনপি নেতাকর্মীরা লুনাকে রক্ষা করেন। তবে এতে বিএনপির বহু কর্মী আহত হন।

এছাড়া একই অভিযানে খাদিমপুর এলাকায় বসতবাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেনকেও (৪৮) গ্রেফতার করে পুলিশ।

 

পরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ সেপ্টেম্বর সিলেট আদালতে বিএনপি নেতা মন্নান বক্স বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারে কামরুলকে ৩ নম্বর আসামি করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘বুধবার রাতে বিশেষ অভিযানে যুবলীগ নেতা কামরুলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।