ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৩ সেপ্টেম্বর শনিবার পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় ড. ইউনূস বলেন, “বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি উল্লেখ করেন, নেপালের জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবেই সুশীলা কার্কির নেতৃত্ব গ্রহণকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, “একজন ঘনিষ্ঠ প্রতিবেশী ও দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা বিশ্বাস করি, আপনার নেতৃত্বে নেপাল আরও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাবে।”

সম্প্রতি নেপালে ঘটে যাওয়া রাজনৈতিক সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি আশা প্রকাশ করেন, সুশীলা কার্কির নেতৃত্বে বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

শেষে অধ্যাপক ড. ইউনূস প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এবং নেপালের জনগণের শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।