
রাইজিংসিলেট- সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরে জামানকে শোকজ করেছেন সিলেটের একটি আদালত। খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের ঘটনায় ‘এখতিয়ারবহির্ভূত ও বেআইনি’ আদেশ দেওয়ার অভিযোগে এ শোকজ করা হয়।
১১ সেপ্টেম্বর, সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) বাদীর আবেদনের প্রেক্ষিতে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী জানান, বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে শিক্ষক আবেদা হক আদালতে স্বত্ব মামলা দায়ের করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডিসি সারওয়ার আলম জানান, শিক্ষক আবেদা হক ও রোকন উদ্দিন কোনও নিয়োগপত্র বা পদোন্নতি ছাড়াই স্বপ্রণোদিতভাবে ভাইস-প্রিন্সিপালের দায়িত্ব নেন এবং অন্য শিক্ষকদের কাছে সেই পদে অভিনন্দন জানাতে বাধ্য করেন। এছাড়া তারা নিজেদের পদবির হালনাগাদ করে ওয়েবসাইট ও স্থানীয় সংবাদপত্রে প্রচার চালান। যা প্রতিষ্ঠানের নিয়মবহির্ভূত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর এই বরখাস্তের সিদ্ধান্ত নেন স্কুলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলম।