
রাইজিংসিলেট- তরুণদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে ভবিষ্যতের নেতৃত্ব গঠনের শক্তিশালী ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “যুবসমাজের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাও একদিন দেশের জন্য বড় অর্জনের দিক তৈরি করতে পারে।”
রাজধানীতে অনুষ্ঠিত ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তরুণদের উদ্যম, সৃজনশীলতা ও দায়িত্ববোধকে দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
প্রফেসর ইউনূস বলেন, “যে দেশে যুবসমাজ উদ্যমী ও সক্রিয়, সেই দেশকে থামিয়ে রাখার মতো কোনো বাধা নেই। তাদের চিন্তা, উদ্ভাবনী শক্তি ও দায়িত্ববোধই ভবিষ্যৎ সমাজ পরিবর্তনের প্রধান উপাদান হয়ে উঠতে পারে।”
তিনি আরও বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবদের স্বেচ্ছাসেবামূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ—এই তিনটি খাতে তরুণদের উদ্যোগ সমাজে স্থায়ী প্রভাব ফেলতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন খাতে স্বেচ্ছাসেবায় অবদান রাখা তরুণদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই স্বীকৃতি যেন তাদের আরও উৎসাহিত করে সমাজ উন্নয়নের পথে এগিয়ে যেতে।