ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত হচ্ছে, আসছে প্রশাসক টিম

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশের পাঁচটি বেসরকারি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত একটি বিশেষ বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে গভর্নর আহসান এইচ মনসুর সভাপতিত্ব করেন।

সভার পর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান জানান, “ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ” অনুযায়ী এ একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়া পরিচালিত হবে এবং পুরো কার্যক্রম শেষ হতে আনুমানিক দুই বছর সময় লাগবে।

এই একীভূতকরণ কার্যক্রম তদারকি করতে পাঁচ সদস্যের একটি প্রশাসক টিম গঠন করা হবে। তবে প্রতিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাদের বর্তমান দায়িত্বে বহাল থাকবেন এবং ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে। পর্ষদ বাতিল না হলেও, সময়ের সঙ্গে তারা ধীরে ধীরে কার্যক্রম থেকে সরে আসবে।

প্রশাসক টিম নিয়মিতভাবে অগ্রগতি প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দেবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হবে। এই নতুন ব্যাংকটির সম্ভাব্য নাম ধরা হয়েছে “ইউনাইটেড ইসলামী ব্যাংক”, যার জন্য বাংলাদেশ ব্যাংক একটি নতুন লাইসেন্স ইস্যু করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।